English

30 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

উত্তাল উচ্চ আদালত

- Advertisements -

শেখ হাসিনার সরকারের পতনের পাঁচ দিনের মাথায় ছাত্র-জনতার আলটিমেটামের মুখে পদত্যাগ করেছেন তার সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্ট এলাকায় তুমুল বিক্ষোভের মুখে গতকাল দুপুরে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে এক ভিডিও বার্তায় পদত্যাগপত্র পাওয়ার কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। পরে রাতে বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির গ্রহণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। অন্যদিকে প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের বাকি ছয় বিচারপতির মধ্যে পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন বলে আইন মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এর পর রাতে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

এর আগে গতকাল সকাল থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সুপ্রিম কোর্ট এলাকা। আন্দোলনকারী শিক্ষার্থী ও আইনজীবীরা নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে অবস্থান নেন। পরে বেলা ২টার দিকে প্রধান বিচারপতির পদত্যাগপত্র জমা দেওয়ার খবরের পর শান্ত হয় সুপ্রিম কোর্ট এলাকা।

প্রধান বিচারপতির পদত্যাগের কারণ জানতে চাইলে সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘প্রধান বিাচরপতি ওবায়দুল হাসান তার পদত্যাগপত্রে বলেছেন- সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ড রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিদের শারীরিক হেনস্তা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুম রক্ষার স্বার্থে আমাকে এই (পদত্যাগের) সিদ্ধান্ত নিতে হলো।’

Advertisements

প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের পাঁচ বিচারপতি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। পরে রাতে পাঁচ বিচারপতির পদত্যাগ গৃহীত হওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এই পাঁচ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। পদত্যাগ করা আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন তার পদত্যাগপত্রে বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পদত্যাগ করার কথা উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি ঢাকার বাইরে অবস্থান করছি। তবে যেহেতু চাচ্ছে তাই এখান থেকেই নিজ হাতে লেখা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। এদিকে রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আপিল বিভাগের আরেক বিচারপতি মো. আশফাকুল ইসলাম পদত্যাগপত্র জমা দেননি বলে জানা গেছে।

এর আগে গতকাল সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভার্চুয়াল মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকারের সঙ্গে আলোচনা না করে এই ফুল কোর্ট সভা আহ্বান করা হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সবাইকে সুপ্রিম কোর্টে মার্চ করতে ফেসবুক স্ট্যাটাস দেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার পর ছাত্ররা সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে পড়েন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এই আন্দোলনে যোগ দেন সুপ্রিম কোর্টের আইনজীবীরাও। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরাও আন্দোলনে যুক্ত হন।

আন্দোলনকারীরা প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের সময় বেঁধে দেন। বেলা ১টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়। বিক্ষোভ চলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বেলা ১টার মধ্যে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করেন, তাহলে তাদের আমরা গণভবন-সংসদ ভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই। আমরা স্পষ্ট করে দিতে চাই, বেলা ১টার মধ্যে পদত্যাগ করবেন এবং এই পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সমূল উৎপাটন ঘটবে। যদি তারা এই সময়ের মধ্যে পদত্যাগ না করেন তাহলে তাদের বাসভবন ঘেরাও করা হবে।’

Advertisements

হাসনাত আবদুল্লাহ এ সময় ছাত্র-নাগরিকদের হাই কোর্ট, জেলা আদালত ঘেরাওয়েরও আহ্বান জানান। সাড়ে ৩ ঘণ্টা বিক্ষোভের সময় সুপ্রিম কোর্টের বিভিন্ন স্থাপনার সামনে উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও নৌ সদস্যরা সশস্ত্র অবস্থানে ছিলেন। পরে প্রধান বিচারপতির পদত্যাগের খবর চাউর হলে আস্তে আস্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ছেড়ে যায় বিক্ষোভকারীরা।

পরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বেলা আড়াইটার দিকে এ বিষয়ে ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন, ‘আপনাদের জন্য একটি বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার তাগিদ অনুভব করছি। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। উনার পদত্যাগপত্র ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের (প্রক্রিয়ার) জন্য আমরা কালবিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব এবং আমি আশা করব যে, এটা খুব দ্রুত কয়েক ঘণ্টার মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

ফুল কোর্ট সভার বিষয়ে জানতে চাইলে পদত্যাগী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের উভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ আদালতের বিচারকাজ বন্ধ। এই অবস্থায় ভার্চুয়াল পদ্ধতিতে হলেও বিচারকাজ চালানো যায় কিনা, এই বিষয়ে সিদ্ধান্ত নিতেই ফুল কোর্ট সভা আহ্বান করা হয়েছিল।

গত ১ জুলাই কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরদিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ অবস্থায় দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কিনা এবং সে সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের শপথ পড়ানোর ক্ষেত্রে সাংবিধানের ব্যত্যয় ঘটে কিনা, সে বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে মতামত চেয়ে চিঠি পাঠান রাষ্ট্রপ্রধান। পরে ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এ বিষয়ে শুনানি করে মতামত দেন। সাংবিধানিক শূন্যতা দূর করা এবং দেশের নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে মর্মে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাম লীকে শপথ পড়াতে পারেন বলে মতামত দেন আপিল বিভাগ। এ মতামত রাষ্ট্রপতির কাছে পৌঁছনোর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন