English

28.1 C
Dhaka
সোমবার, জুন ২৩, ২০২৫
- Advertisement -

কাল থেকে অর্ধেক জনবলে চলবে সব অফিস, প্রজ্ঞাপন জারি

- Advertisements -

আগামীকাল সোমবার থেকে অর্ধেক জনবল নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। রবিবার রাত সাড়ে ৮টা দিকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যারা অফিসে যাবেন না এমন কর্মকর্তা, কর্মচারিদের নিজ কর্মস্থলেই অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকা ত্যাগ করা যাবে না।

একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি চালাতে বলা হয়েছে।  আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে বলে উল্লেখ আছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে আদলতসমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও বিমার ক্ষেত্র প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে যে ১১ দফা বিধি-নিষেধ তা সবাইকেই মেনে চলতে হবে। আমরা আগেও বিধি-নিষেধ দিয়েছি, এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সে জন্য এই সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dkl9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন