English

21 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
- Advertisement -

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

- Advertisements -

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে কি অডিও বার্তা দিয়েছে তার উপর নির্বাচন অস্থিতিশীল হবে কিনা বা নির্বাচন ভন্ডুল হবে কিনা- সেটা নির্ভর করে না। তিনি বলেন, নির্বাচন ভন্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর যদি উনাদের সাহস থাকে, তবে দেশে এসে বলুক। উনারা আইনের আওতায় আছে আইনের আশ্রয়ে বলুক। যেহেতু সাহস নাই, তাই পালিয়ে বলতেছে। আর দেশে তাদের যে সমর্থক ছিলো, এখন আর সেরকম কোনো সমর্থক নেই। তিনি আরো বলেন, তাদের সমর্থকরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে। বিভিন্ন দেশে চলে গেছে, আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে। বিভিন্ন দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। তিনি এসময় ফ্যাসিস্ট অপরাধীদেরকে দেশে ফেরত দেয়ার ক্ষেত্রে আশ্রয় প্রদানকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

অন্তর্বর্তী সরকারের আমলে কারা অধিদপ্তর সহ বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় কোন দুর্নীতি হয়নি উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ হয়েছে। এক্ষেত্রে রিকোয়েস্ট বা তদবিরকে গ্রাহ্য করা হয়নি কিংবা অর্থের বিনিময়ে কোন নিয়োগ প্রদান করা হয়নি। উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতব। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তিনি বলেন, এই দুর্নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি কিন্তু খুব সাহস ও দৃঢ়তার সঙ্গে বলতে পারি- আমাদের মন্ত্রণালয়ের রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতি দূর করা গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারে বন্দিদের ক্ষেত্রে খাবারের মান ও পরিমাণ দুটোই বাড়ানো হয়েছে। তিনি এসময় দেশপ্রেমের মহান ব্রত নিয়ে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নবীন কারারক্ষীদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

ব্রিফিংয়ে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pv4j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন