ওয়াশিংটন থেকে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো পঁচিশ লাখ টিকা আগামী শুক্র (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) দেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বুধবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে তিনি এই কথা জানান।
মন্ত্রী বলেন, জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টিকা আসছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে।
চীনের সিলভার মেট্রিকের টিকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘খুব দ্রুত চলে আসবে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jdi9