English

30 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
- Advertisement -

সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে দুটি করে মামলা: স্বরাষ্ট্র উপদেষ্টা

- Advertisements -

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের হাতে আন-অথরাইজ ওয়েপেন বা আগ্নেয়াস্ত্র আছে, আগামী সাত দিনের মধ্যে সেগুলো নির্দিষ্ট থানায় জমা দেবেন। জমা না দিলে তাদের বিরুদ্ধে দুটি করে মামলা হবে।

Advertisements

সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর সেনানিবাস সিএমএইচে আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, দুটি মামলার মধ্যে একটি হচ্ছে- অবৈধ অস্ত্র মামলা। অন্যটি হচ্ছে- সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র কাছের রাখার মামলা।

Advertisements

তিনি বলেন, নিষিদ্ধ অস্ত্র সাধারণ জনগণের কাছে কীভাবে গেল? আনসার সদস্যদের ওপর যারা হামলা করেছে তাদের ছবি ও ভিডিও থেকে দেখলাম, সিভিল ড্রেসে বেশিরভাগই হচ্ছে যুবক। এই জনগণ কারা? আমরা অবশ্যই তাদের খুঁজে বের করার চেষ্টা করব।

তিনি বলেন, আমি অফার করছি আজ থেকে সাত দিনের মধ্যে, আগামী সোমবারের মধ্যে অস্ত্রগুলো ফেরত আসতে হবে। ফেরত না এলে অস্ত্র অভিযানে যদি আমরা কারও কাছে অস্ত্র পাই, তার বিরুদ্ধে দুটি চার্জ লাগবে (মামলা হবে)। যদি নিজেরা জমা দিতে না পারেন তাহলে কারো মাধ্যমে দেন। যেটাই হোক এই অস্ত্রগুলো আমাদের দরকার।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন