শেখ হাসিনাকে মিথ্যাবাদী ও বড় অভিনেতা বলে নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেছেন, ‘তুমি তার চেয়ে বড় মিথ্যাবাদী, তার চেয়ে বড় অভিনেতা আর কখনও খুঁজে পাবে না!’
ফারুকী লেখেন, ‘যদি তোমার কোন সন্দেহ থাকে, তাহলে জুলাই মাসের মেট্রোরেল পরিদর্শন এবং হাসপাতাল ভ্রমণের ভিডিওগুলি দেখে নাও!’
সব শেষ তিনি লেখেন, ‘অবিশ্বাস্য!’
সংস্কৃতি উপদেষ্টা যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে গত জুলাই মাসে মেট্রোরেল পরিদর্শন এবং হাসপাতাল ভ্রমণের পর পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আগুন দাউ দাউ জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টারে করে পানি দিলাম।’
ভিডিওতে হাসিনার বক্তব্যের পাশাপাশি হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার উপর গুলি করতে দেখা যায়।