English

22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
- Advertisement -

২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সরকার অবৈধ হয়ে যাবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

- Advertisements -
Advertisements

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলছেন, ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কারণ এই সরকার ২৮ জানুয়ারির পর অবৈধ হয়ে যাবে। কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতায় এর মধ্যে নির্বাচন হতেই হবে।’

Advertisements

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরীফ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কেউ যদি নির্বাচনে আসতে চায় আমরা সব সময় তাদের অভিনন্দন জানিয়েছি, এখনো জানাব। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মালিক এখন নির্বাচন কমিশন। বিএনপি যদি নির্বাচন কমিশনকে বলে যে আমাদের কিছু সময় দেন, যদি তারা নির্বাচনে আসতে চায় অবশ্যই নির্বাচন কমিশন সেটা বিবেচনা করবে। সেখানে সরকারের কোনো ভূমিকা নেই।
তিনি আরো বলেন, নির্বাচন সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের অধীনে হয়। সরকার সেখানে সাপোর্ট দেয়। আপনারা নিশ্চয়ই জানেন- এসপি বলেন, ডিসি বলেন সব কর্মকর্তা প্রধানমন্ত্রীর অধীনে না, সরকারের অধীনেও না। তারা নির্বাচন কমিশনের অধীনে।
এর আগে মন্ত্রী মাজার শরীফে এলে তাকে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম প্রমুখ।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন