English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
- Advertisement -

ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি

- Advertisements -

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি এই তরুণ ভোটারদেরকে সাথে পাব। তোমরা নিজেরা তো ভোট দিবেই এবং অন্যদেরকেও ভোট দানে তোমরা উৎসাহিত করবা।

তিনি বলেন, তরুণরা সাহসের প্রতীক। তরুণরা এনার্জির প্রতীক। তরুণরা সৃষ্টির প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াজ, তোমাদের যে এনার্জি—এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। এবং তোমাদের এইগুলা যখন আমি ভাবি, আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, এটা আমাকে উৎসাহিত করে বাংলাদেশের ফিউচার সম্পর্কে নিশ্চিত হতে।

সোমবার রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, এই নির্বাচনটা আমি বলে থাকি—এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি, গত ৫৪ বছরে হয় নাই। এই প্রথমবারের মতো যারা ভোটদান প্রক্রিয়ায় জড়িত থাকবে… প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকে আইনশৃঙ্খলা বাহিনীসহ, তারা কোনোদিন ভোট দিতে পারতো না; তাদের ভোটের ব্যবস্থা করছি আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে। যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করছি। প্রবাসীদের কথা তো বললামই। আর সরকারি কর্মচারী যারা কনস্টিটুয়েন্সির বাইরে যারা পোস্টেড, তাদের জন্য ভোটের ব্যবস্থা করছি।
সর্বোপরি, এবার একটা গণভোট কিন্তু একসাথে একই দিনে করতে হবে। সুতরাং এই সমস্ত দিক থেকে এটা ঐতিহাসিক তো বটেই। আমরা যে সাহস করে নেমে পড়েছি, আমাদের এই সাহসী পদক্ষেপের সাথে তোমাদের যদি অংশগ্রহণ থাকে, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব, টু ডেলিভার আ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাআল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব, ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়েই আমরা এটা করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। ইলেকশন হবে ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়েই হবে। সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আপনারা, সবাই মিলে যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি।

আইনশৃঙ্খলার বিষয়ে এক প্রশ্নে এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই-একটা খুন-খারাবি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে—আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা তো সব সময় ছিল। আগে কি আহসান উল্লাহ মাস্টার খুন হন নাই? এরকম তো অনেক আগে হয়েছে… ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে… ফরমার ফরেন মিনিস্টার, কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশন এলে এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। আপনারা ৫ই আগস্ট চব্বিশের সাথে তুলনা করুন। রাতে ঘুমাতে পারতেন? চার-পাঁচ দিন যখন থানাগুলো ইনঅ্যাক্টিভ ছিল, পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না, তখন আমরা যে অবস্থায় ছিল, এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাআল্লাহ। আমরা তো শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যে ভবিষ্যতে যাতে… ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন আমরা করতে পারি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে, আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন। ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাআল্লাহ আমরা দেখতে পাব। যেই ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা ইনশাআল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wtum
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন