জুলাই জাতীয় সনদে শুক্রবার (১৭ অক্টোবর) কোনো রাজনৈতিক দল সই না করলে পরবর্তীতে তা করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্যরাও।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আগামীকাল সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো। তবে যদি কোনো দল পরে স্বাক্ষরের কথা বলে, তারা তো সনদ প্রক্রিয়ার অংশীদার—শরিক হিসেবে সেটি করতে পারবে। কমিশন আশা করে, সবাই একসঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে সনদে সই করবে।”
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে, বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরে সই করার সুযোগ থাকলেও সনদের খসড়ায় আর কোনো সংশোধনের সুযোগ নেই।
জুলাই সনদের আইনি ভিত্তি না থাকা ও আদেশের নিশ্চয়তা না পাওয়ার যুক্তি দেখিয়ে এতে সই না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে জানতে চাইলে আলী রীয়াজ বলেন, “এনসিপির বক্তব্য কমিশন গভীরভাবে পর্যালোচনা করেছে। দলটির নেতারা জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং সনদ প্রক্রিয়াতেও অংশ নিয়েছেন। তাদের অবদান একাধিকভাবে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তা কমিশনও স্বীকার করে এবং তাদের মেয়াদকালে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ সুপারিশ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, কয়েকটি বামপন্থী দলও সনদে সই না করার কথা জানিয়েছে। তবে কমিশনের আশা—সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদে স্বাক্ষর করবে।