জনসমাগমে কেউ যাতে কোনভাবেই মাস্ক ছাড়া বের না হয় এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নিয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনসমাগমে কেউ যাতে কোনভাবেই মাস্ক ছাড়া বের না হয়। মাস্ক ব্যবহারে সচেতনতা আনতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীসহ মসজিদ কমিটিগুলোকেও এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনার কারণে এবার মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি ৪৬ শতাংশ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই হার কিছুটা ধীর হলেও আশাব্যঞ্জক।
এ ছাড়া মন্ত্রিসভায় বাংলাদেশ-অস্ট্রিয়া সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে এয়ার সার্ভিস চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে৷ এর ফলে প্রতি সপ্তাহে যাত্রীবাহী ও কার্গোসহ সাতটি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে৷
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hs4a
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন