আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু বা কোনো সিদ্ধান্তের বিষয়ে জানায়নি প্রেস উইং।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/d9zp
