English

32.8 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫
- Advertisement -

দেশের স্বার্থে আমরা এক হয়ে কাজ করব: হাসনাত আব্দুল্লাহ

- Advertisements -

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে আমরা এক হয়ে কাজ করব। দেশের মানুষের কল্যাণ এবং প্রত্যাশা পূরণই হোক আমাদের রাজনীতি। যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে ছাত্র জনতা রক্ত দিয়েছে, সে স্বপ্ন বৃথা যেতে দেব না। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করব।

শনিবার ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে কুমিল্লার দেবিদ্বারে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিন দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ৪টি গরু কুরবানি দেওয়া হয়। এরপর বৃষ্টিতে ভিজে হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারের নিজ নিজ বাড়ি গোশত পৌঁছে দেন এবং শহীদ ও আহত পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় এনসিপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসনাত বলেন, আজ শনিবার ঈদের দিন শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি সে জায়গায় আমরাও থাকতে পারতাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই শহীদদের জান্নাতবাসী করেন। পাশাপাশি তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে এই দেশ গড়ার। আমরা যেন এই দেশকে যথাযথভাবে গড়তে পারি। তাদের রক্তের দায় যেন আমরা দিতে পারি।

তিনি আরও বলেন, ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলে দিয়েছেন- এপ্রিলে নির্বাচন করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে। সেই সঙ্গে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে ও নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার মধ্য দিয়ে ভোটের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি। আমরা আমাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরছি। আমরা দেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/501q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন