English

29.3 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫
- Advertisement -

বিমানের প্রশিক্ষণ কোথায় হবে নতুন করে দেখার প্রয়োজন: উপদেষ্টা সাখাওয়াত

- Advertisements -

বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ প্রশিক্ষণ কোন কোন এলাকায় হওয়া উচিত তা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে দেখার প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হতাহতদের অবস্থা জানতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম নিহত হন।

সাখাওয়াত হোসেন আরও বলেন, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রশিক্ষণের এলাকা ও পদ্ধতি পুনর্বিবেচনা করতে হবে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ, এটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

তিনি বলেন, পাইলটের ভুল বা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে উত্তরার ঘটনায় বিস্তারিত তথ্য ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়। উপদেষ্টা জানান, প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরোনো হলেও এর যন্ত্রাংশ আপডেট রাখা হয়।

হতাহতদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, অনেকের গুরুতর জখম রয়েছে, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদল আসছে, প্রয়োজনে কিছু রোগীকে সেখানে নেওয়া হবে। সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে বলে তিনি জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m1cy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন