English

15 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

রাষ্ট্রের আগে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন: রাষ্ট্রদূত মুশফিক

- Advertisements -

রাষ্ট্র সংস্কারের আগে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, ‌‘তা না হলে শুধু বই-পুস্তকে অনেক সুন্দর সুন্দর কথা হবে। সুতরাং আমাদের মানসিকতার সংস্কার অত্যন্ত জরুরি।’

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজে আয়োজিত জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘বাংলাদেশের অধিকার রক্ষায় পাশের একটি রাষ্ট্র থেকে ক্যাম্পেইন করে বাংলাদেশকে বিকৃতভাবে চিত্রায়িত করা হলো, তখন পুরো জাতি আবার দ্বিতীয়বারের মতো ঐক্যবদ্ধ হলো। বাংলাদেশে মানুষের মাঝে ইস্পাত সমান একটি ঐক্য তৈরি হয়েছে। সেটি বিনষ্ট করার চেষ্টা চলছে। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমি নিজেও গণতান্ত্রিক হতে চাই না। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে কিন্তু আইনের অভাব নেই, অভাব হচ্ছে আইনের প্রয়োগের। যারাই আইন তৈরি করে তারাই আইন মানতে চায় না। সুতরাং আমাদের মানসিকতার সংস্কার অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমরা পরমতকে মোটেই মানতে চাই না, হ্যাঁ আমরা মুখে বলি আমরা সমালোচনায় বিশ্বাস করি, মুক্ত মতে বিশ্বাস করি। আমি মনে করি, সব মানুষ আমাকে ভালো বলতে হবে কেন? কিছু মানুষ ভালো বলবে, কিছু মানুষ খারাপ ভাববে।’

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষ যেন তার নিজের আমানত দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হতে হবে। কিন্তু নির্বাচনে যাওয়া পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো দুমড়ে-মুচড়ে একাকার করে দিয়েছে, সেগুলো অবশ্যই আমাদের ঠিক করতে হবে। তারপর আমাদের বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হতে হবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vicz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন