English

27 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

শাপলা-দোয়েল বাদ, প্রতীক সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫

- Advertisements -

নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বরাদ্দের জন্য প্রতীক সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫টি করছে। এবার ভোটের মার্কার তালিকায় আলোচনায় থাকা শাপলা বা দোয়েল রাখা হয়নি।

সেজন্য নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধন চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে ইসি সচিবালয়।

আগামী নির্বাচন সামনে রেখে শতাধিক নতুন দল নিবন্ধনের আবেদন করেছে, বরাবরই ইসির তালিকাভুক্ত প্রতীক থেকে দলগুলোকে ভোটের মার্কা বরাদ্দ দেওয়া হয়। নিবন্ধন পেলে সংশ্লিষ্ট দলের বিপরীতে প্রতীক সংরক্ষণ করে ইসি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এবার প্রায় ১১৫টি ভোটের প্রতীক চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত বিধিমালা মন্ত্রণালয়ে যাবে। তবে শাপলাকে প্রতীক হিসেবে তফসিলভুক্ত না রাখার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।’

সবশেষ ২০০৮ সালে সংসদ নির্বাচনের জন্য ১৪০টি প্রতীক বরাদ্দ ছিল। পরে সংসদ ও স্থানীয় সরকারের জন্য আলাদা আলাদা প্রতীক সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

২০১৭ সালে সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন হলে প্রতীক সংখ্যা নেমে আসে অর্ধেকে। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক রয়েছে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, নতুন প্রতীক তালিকা প্রতিস্থাপনে নির্বাচন পরিচালনা বিধিমালার এ সংক্রান্ত সংশোধন মন্ত্রণালয়ে (লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ) পাঠানো হয়েছে।

১১৫টি প্রতীক: আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা;, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায়।

আরও আছে- ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zllu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন