English

27 C
Dhaka
মঙ্গলবার, মে ৬, ২০২৫
- Advertisement -

শীতকালে ছিনতাই বাড়ে, সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

- Advertisements -

যারা এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে তাদের সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আমরা চাকরি করি মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য। শীতকাল তথা ডিসেম্বর-জানুয়ারি মাসে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, বেড়ে যায় টানা পার্টির দৌরাত্ম্য। এজন্য আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে।
রোববার (২১ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে করোনায় গতকাল শনিবার বাংলাদেশে কেউ মারা না যাওয়ায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কমিশনার বলেন, দেশে করোনার শুরুতেই আমরা ফ্রন্টফাইটার হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। যেভাবে পেরেছি সাধ্যমতো দেশের মানুষের সেবা করেছি। মিডিয়াতে তা ব্যাপকভাবে প্রচার হওয়ায় পুলিশ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, কেউ মারা না যাওয়ায় আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কেননা এরই মধ্যে উন্নত দেশে আবারও করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এজন্য আমাদের সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মুজিব শতবর্ষ উদযাপনে নিরাপত্তার কথা উল্লেখ করে কমিশনার বলেন, আগামী ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। এ মাসেই উদযাপিত হবে মুজিব শতবর্ষ। এজন্য ডিএমপির কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব উপ-পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। টিম ডিএমপি অপরাজেয়, এ বিশ্বাস যেন সবার থাকে।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন