তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশ জিতে গেলে, আমরা সবাই জিতে যাব। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না, যেখানে দেশ ছেড়ে পালাতে হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার রেডিও কলোনি স্কুলমাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ভোটের রিকশার আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সরিয়ে দেওয়া হয়। চার মিনিটে সংবিধান সংশোধন করা হয়েছে, চার মিনিটে আইন প্রণীত হয়েছে। ‘হ্যাঁ’ ভোট দিলে এভাবে আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সরিয়ে দেওয়া যাবে না, সংবিধান সংশোধন করা যাবে না।
তিনি আরও বলেন, সংসদ একটি প্রতিষ্ঠান, কোনো গান শোনানোর কিংবা ব্যক্তিপূজা করার জায়গা নয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহাবুবা ফারজানা, তথ্য ও গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক আবদুল জলিল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ আরও অনেকে।
