English

26.8 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধমন্ত্রী

- Advertisements -

সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে প্রকাশ সম্ভব হবে না। তবে পরের বছর মার্চে তালিকা প্রকাশ সম্ভব হবে।

বিএনপির চলমান পদযাত্রা নিয়ে মোজাম্মেল হক বলেন, পদযাত্রায় সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।

দুপুরে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাগমারায় পৌঁছে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। কমপ্লেক্সের উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানও উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i2gs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন