English

29 C
Dhaka
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
- Advertisement -

২০২৬ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি

- Advertisements -

চলতি বছরের মতো ২০২৬ সালেও পবিত্র ঈদুল ফিতরে পাঁচদিন, ঈদুল আজহায় ছয়দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুইদিন ছুটি থাকবে। রবিবার (৯ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতরে পাঁচদিন, ঈদুল আজহায় ছয়দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুইদিন ছুটি থাকবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

চলতি বছরও দুই ঈদ ও পূজায় একই রকম ছুটি ছিল। ছুটি বেশি থাকায় ঈদযাত্রা ছিল তুলনামূলকভাবে নির্বিঘ্ন এবং দুর্ঘটনাও ছিল কম। এই অভিজ্ঞতার আলোকে আগামী বছরও একইভাবে ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nt8t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন