English

25.9 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

২৫ মার্চ রাতে ১ মিনিট ‌‘ব্ল্যাকআউট’ থাকবে বাংলাদেশ

- Advertisements -

গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাতে ১ মিনিটের জন্য ‘ব্ল্যাকআউট’ থাকবে বাংলাদেশ।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাকআউট থাকবে। এক মিনিটের জন্য সব ধরনের আলো বন্ধ হয়ে যাবে।

এর আগে, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারে যাবেন। বিদেশি কূটনীতিকরাও সেখানে যাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৫ মার্চ ইতিহাসে একটি কলঙ্কিত কালরাত। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p46s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

‘ডন ৩’: চমকের পর চমক

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন