English

32 C
Dhaka
শনিবার, মে ১০, ২০২৫
- Advertisement -

ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার

- Advertisements -

করোনাভাইরাস মহামারির মধ্যে সাধারণ ছুটি নিয়ে বিভ্রান্তিকর কোনো খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি ভিডিও শেয়ার করে এমন গুজব ছড়ানোর বিষয়টি দেখে আজ সোমবার এক তথ্যবিবরণীতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

এতে বলা হয়, ‘গত বছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরোনো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছর দুই মাসের বেশি সময়ের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার আবার সংক্রমণ বাড়ার পর গতকাল রোববার গুজব ছড়িয়ে পড়ে যে আবারও ১০ দিনের সাধারণ ছুটি আসছে। পরে সরকারের পক্ষ থেকে তা সত্য নয় বলে জানানো হয়।

আজকের তথ্যবিবরণীতে বলা হয়, ‘সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন