English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
- Advertisement -

অগ্নিসংযোগকারীরা ‘পশু’, এরা ছাড় পাবে না: বিপ্লব সরকার

- Advertisements -

যারা ট্রেনে আগুন দিয়েছে তাদের ‘পশু’ বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেছেন, দু-একটি বাস পুড়িয়ে হয়তো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। তারা মনে করছে এমন কোনো নৃশংস-পৈশাচিক ঘটনা ঘটাবে যেন আন্তর্জাতিক পরিমণ্ডলের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু এটি তাদের বিকৃত মস্তিষ্কের বহিঃপ্রকাশ।

বুধবার (২০ ডিসেম্বর) ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিপ্লব কুমার সরকার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য যে গোষ্ঠী কাজ করছে তারা ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে৷

নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস নামের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে গত সোমবার দিনগত রাত ১১টার দিকে। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় পৌঁছানোর পর তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে নারী-শিশুসহ চারজনের প্রাণহানি হয়। পুড়ে যায় ট্রেনটির তিনটি বগি।

এ ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করে বিপ্লব সরকার বলেন, এর চাইতে নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড হতে পারে কি না বা অমানবিক কাজ হতে পারে কি না আমার জানা নেই। যারা এটি করেছে তারা পশু।

ডিএমপির এই যুগ্ম কমিশনার আরও বলেন, আগুন দিয়ে চারটি তাজা প্রাণকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটি শতভাগ নাশকতা। যেই নাশকতা আমরা দেখেছি ২০১৩, ১৪ ও ১৫ সালে। যারা ট্রেনে আগুন দিয়েছে তারা মানুষের মতো দেখতে হলেও মানবিকতার দিক থেকে মনুষ্যত্বের দিক থেকে তারা পশু। এই পশুদের আইনের আওতায় আনার জন্য যত ধরনের কর্মকাণ্ড গ্রহণ করা প্রয়োজন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এরই মধ্যে সে ব্যবস্থা নিয়েছে।

ট্রেনে আগুন দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে রেলওয়ে থানার অধীনে। তবে আইনগত প্রক্রিয়ায় মামলাটি ডিএমপিতে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

অতীতে যারা যানবাহনসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে তারাই এবারেও আগুন দিচ্ছে উল্লেখ করে বিপ্লব কুমার সরকার বলেন, চিহ্নিত গোষ্ঠী ট্রেনে আগুন দিয়েছে। তবে আমরা ওপেন মাইন্ড নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। ওমুকই ঘটিয়েছে, এমনটা না-ও হতে পারে।

তিনি বলেন, সর্বোচ্চ কোনো মহলের নির্দেশনায় এ ঘটনা ঘটানো হয়েছে। সেটি দেশের ভেতরে বা দেশের বাইরে থেকে অন্য কেউ ইঙ্গিত দিতেও পারে। অতীতে যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারেও দৃষ্টি রয়েছে। তারা কিছুদিন আগ থেকে বাসে আগুন দিচ্ছে। গাজীপুরে ট্রেনের লাইন কেটে রেখেছে। এসব ঘটনাকে বিচ্ছিন্ন ভাবার কোনো সুযোগ নেই।

ডিএমপির এ কর্মকর্তা আরও বলেন, এ ধরনের ঘটনা ঘটিয়ে যে পার পাওয়া যাবে না, ডিএমপি সেই দৃষ্টান্ত স্থাপন করতে চায়। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জড়িতরা যত হাই লেভেলের বা লো প্রোফাইলের হোক, আমরা কাউকেই ছাড়বো না।

তিনি বলেন, একটি গোষ্ঠী অতীতে নাশকতা করেছিল, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও নাশকতা করতে পারে। সেই গোষ্ঠীটির কর্মকাণ্ড মনিটরিং করা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3kse
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন