English

25.2 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
- Advertisement -

ঈদের তিন দিনে ডিএনসিসির ২০ হাজার টন বর্জ্য অপসারণ: প্রশাসক এজাজ

- Advertisements -

ঈদুল আজহার তিন দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোট ২০ হাজার ৮৮৯ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করেছে বলে জানিয়েছেন ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (৯ জুন) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সার্বিক অগ্রগতি নিয়ে গুলশান নগর ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এবার কোরবানির সংখ্যা ৪ লাখ ৬৬ হাজারের বেশি হলেও গত বছরের তুলনায় কিছুটা কমেছে। তবে বর্জ্যের পরিমাণ বেড়েছে। সোমবার ঈদের তৃতীয় দিনে দুপুর ২টা পর্যন্ত মোট ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিল্ডে পাঠানো হয়েছে। আমাদের নির্ধারিত ২০ হাজার টনের লক্ষ্য পূরণ হয়েছে।’

বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর সহযোগিতা প্রসঙ্গে প্রশাসক বলেন, ‘নগরবাসী যথেষ্ট সচেতন ছিল, তাদের সহযোগিতার কারণেই আমরা দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করতে পেরেছি। এজন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রশাসক আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা। নাগরিকদের সহযোগিতায় ঢাকা উত্তর এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5022
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন