রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া শতাধিক জনকে হাসপতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন হাসপতালে ভর্তি ৩৬জনের নাম জানা গেছে।
জাতীয় বার্নে দগ্ধরা হলেন—
১. শামীম ইউসুফ (১৪)
২. মাহিন (১৫)
৩. আবিদ (১৭)
৪. রফি বড়ুয়া (২১)
৫. সায়েম (১২),
৬. সায়েম ইউসুফ (১৪),
৭. মুনতাহা (১১),
৮. নাফি (১০),
৯. মেহেরিন (১২),
১০. আয়মান (১০),
১১. জায়েনা (১৩),
১২. ইমন(১৭),
১৩. রোহান (১৪),
১৪. আবিদ (০৯),
১৫. আশরাফ(৩৭),
১৬. ইউশা(১১),
১৭. পায়েল (১২)
১৮. আলবেরা (১০),
১৯. তাসমিয়া (১৫),
২০.মাহিয়া (১৩),
২১. অয়ন (১৪),
২২. ফয়াজ (১৪),
২৩. মাসুমা (৩৮),
২৪. মাহাতা (১৪),
২৫. শামীম (১৭),
২৬. জাকির (৫৫),
২৭. নিলয় (১৪),
২৮. সামিয়া (১৪),
২৯. আরিয়ান (১২)
৩০. তৌফিক (১৩),
৩১. নূসরাত (১৩),
৩২. তানভীর আহমেদ (১৩) (নিহত)
ঢাকা মেডিকেলে দগ্ধ চারজন: তারা হলেন-
৩৩. রাইয়ান (১৪),
৩৪. জুনায়েদ (১১) (নিহত),
৩৫. জারিফ (১২),
৩৬. সবুজা বেগম (৪০)