রাজশাহী সুলতানগঞ্জ নদী বন্দর এবং পোর্ট অবকল নিয়ে এনবিআর ও বিআইডব্লিউটিএ’র কোনো টানাপোড়েন পূর্বে থাকলেও এখন আর হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)।
রাজশাহীতে সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট আব কল পরিদর্শন এবং পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।
গত বছর চালু হওয়া বন্দরটির কার্যক্রম দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় শুক্রবার পর্যবেক্ষণে যান উপদেষ্টা। বেলা সাড়ে ১১টায় বন্দরে এসে তিনি নদীর গতিপথ, অবকাঠামো স্থাপনের জায়গাসহ পুরো এলাকা ঘুরে দেখেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় পর্যায়ে চট্টগ্রাম মোংলাসহ অন্যান্য পোর্টগুলোতে বেশির ভাগ সমস্যাই ছিল এনবিআর কেন্দ্রীক, তবে বিশেষ করে এনবিআর এর বর্তমান সেটাপের আন্তরিকতা আছে। তাতে রাজশাহীর নদী বন্দরের সমস্যা কাটবে বলে জানান তিনি। এছাড়াও নদীর নাব্যতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান তিনি। এর আগে বন্দর নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের আয়োজন করা হয়।
এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার আব কমার্সসহ স্থানীয় ব্যবসায়ীরা বন্দরের উপযোগীতা নিয়ে বক্তব্য রাখেন। এতে ভারত থেকে পাথর, তুলা ও ফ্লাইঅ্যাস আমদানিতে অন্যান্য বন্দরের তুলনায় বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের বিষয়টি তুলে ধরেন ব্যবসায়ীরা।