English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫
- Advertisement -

গণভোটে ব্যাপক অংশগ্রহণই পরিবর্তনের সূচনা করবে: রিজওয়ানা হাসান

- Advertisements -

গণভোটে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তবেই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারা সূচিত হবে।

সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, এবারের গণভোট কোনো আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি একটি ঐতিহাসিক সুযোগ। এর মাধ্যমে দেশ কীভাবে পরিচালিত হবে এবং ক্ষমতার ভারসাম্য কীভাবে বজায় থাকবে, সে বিষয়ে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। এ লক্ষ্যেই দেশব্যাপী ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কিছু মহল জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বেআইনি কর্মকাণ্ডে জড়াচ্ছে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, সংস্কার কার্যক্রম সফল করতে হলে গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা অপরিহার্য। সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হবে—পরিবর্তন কেন প্রয়োজন এবং এই পরিবর্তন তাদের জীবন ও ভবিষ্যতে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ জন্য প্রতিটি জেলা ও উপজেলার জন্য পৃথক প্রচার ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রচারণা চালানো হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘দেশের চাবি, আপনার হাতে’ স্লোগানে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন করেন। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ফিতা কেটে কর্মসূচির সূচনা করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা (প্রেস ও মনিটরিং) ইয়াকুব আলীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত পাঁচটি টেলিভিশন বিজ্ঞাপনচিত্র প্রদর্শন করা হয়।

জানা গেছে, এবারের নির্বাচন ও গণভোট উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সারা দেশে মোট ১০টি ‘ভোটের গাড়ি’ পরিচালনা করবে।

এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহিংসতার শিকার প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q3gl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন