English

28 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
- Advertisement -

দগ্ধদের একের পর এক আনা হচ্ছে হাসপাতালে

- Advertisements -

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণ জেটবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ অবস্থায় একের পর এক আহতদের নিয়ে আসা হচ্ছে উত্তরা আধুনিক হাসপাতালসহ আশপাশের মেডিকেলগুলোতে।

দুপুর থেকে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক আহতকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে উত্তরা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের অধিকাংশই শিশু। অনেকের অবস্থা আশঙ্কাজনক। রক্তের জন্য ব্লাড ডোনারদের সহযোগিতা কামনা করা হয়েছে।

অপরদিকে সন্তানদের খোঁজ জানতে অনেক অভিভাবককেই হাসপাতালের সামনে অবস্থান করতে দেখা গেছে।

উত্তরা আধুনিক হাসপাতালে আসা আলী হোসেন নামের এক অভিভাবক জানান, আমার ছেলের পা পুড়ে গেছে। এই বলে কান্না করতে শুরু করেন তিনি।

অন্যদিকে আহত অনেককেই আনা হয়েছে উত্তরার অপর হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও উত্তরার কুয়েত মেত্রী, ক্রিসেন্ট, মহিলা হাসপাতালসহ আশপাশের হাসপাতালগুলোতেও অনেককে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

এদিকে হতাহতদের সংখ্যা এখন পর্যন্ত কেউই নিশ্চিত করতে পারেনি। তবে আল-আমিন নামের এক প্রত্যক্ষদর্শী যুগান্তরকে জানান, বিমান পড়ার জায়গায় গিয়ে ৪-৫ জনকে পোড়া অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেছি।

নাহিদ নামের মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী জানায়, আমি ক্লাশে ছিলাম। বিকট শব্দ হওয়ার পর বাইরে এসে দেখি আগুন। অনেকে বের হতে পারেনি।

হতাহতের বিষয়টি জানতে চাইলে মাইলস্টোন কলেজের সহকারী অ্যাডমিন ইসমাইল ফুয়াদ যুগান্তরকে জানান, অনেকেই আহত হয়েছে। সঠিক সংখ্যা বলতে পারছি না। এ বিষয়ে ব্রিফ করা হবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ক্যান্টিনের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pdkt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন