English

28 C
Dhaka
বুধবার, মে ১, ২০২৪
- Advertisement -

নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেই দুর্বার গতিতে দেশ এগিয়ে চলছে: আসাদুজ্জামান খান

- Advertisements -

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ১৯৭৫ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজারবাগে এসে বলেছিলেন-তোমরা বাংলাদেশের পুলিশ, পাকিস্তানি বা ব্রিটিশ পুলিশ না। তোমাদের জনগণের বন্ধু হতে হবে, তাদের সঙ্গে কাজ করতে হবে। জাতির জনকের সেই আকাঙ্খার যায়গায় আজ পুলিশ এসেছে। পুলিশ আজ ভয়ের কোন কারণ না, পুলিশ আজ আস্থা ও বিশ্বাসের জায়গায় দাঁড়িয়েছে। পুরো নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেই দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে।

Advertisements

র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধায় বালাসীঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র‌্যাপিড এ্যাকশন বেটেলিয়ান-১৩, রংপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‌্যাব শুধু জঙ্গী দমন, সন্ত্রাস দমন, জলদস্যু দমন করেনি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরও পর্যুদস্তু করেছে। তাই র‌্যাব মানুষের হৃদয়ের কাছাকাছি আস্থা ও বিশ্বাসের জায়গায় এসেছে।

Advertisements

পরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। র‌্যাব-১৩ জানায়, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা বেষ্টিত চরাঞ্চলের ৮ হাজার দুস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র‌্যাবের অতিরিক্ত পরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন