English

31.5 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদারের আহ্বান নাহিদের

- Advertisements -

ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, যদিও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক ফ্যাসিবাদী শক্তি নির্মূল করা গেলেও সমাজে এখনও অনেক ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদের ওপর ভিত্তি করে শাসন কাঠামো রয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে।

শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান নাহিদ ইসলাম।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবারের উৎসবের আয়োজন করছে। এতে ১০০টি দেশের ২৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এই অনুষ্ঠান চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদ এবং শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন, সিটি ব্যাংকের কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জহিরুল ইসলাম ও উৎসব কমিটির পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e05c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন