আজ যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জব ফেয়ার ও সেমিনার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, যশোরকে একটি আধুনিক ডিজিটাল সিটি ও টেক সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকার পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করছে। তিনি উল্লেখ করেন, যশোর হাইটেক পার্কে স্থানীয় উদ্যোক্তাদের সুবিধার্থে ভাড়া কমানো হয়েছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রযুক্তি ব্যবসা শুরু করতে পারেন।
বিশেষ সহকারী আরও বলেন, যশোরে দেশের বৃহৎ টিয়ার-৩ ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার নির্মাণ চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগও যশোরকে প্রযুক্তি বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জব ফেয়ার ও প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি সহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলবে। এই প্রশিক্ষণগুলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন, আজকের জব ফেয়ারের মাধ্যমে নির্বাচিত দক্ষ তরুণদের যথাযথভাবে কর্মসংস্থানে সংযুক্ত করা হবে, এবং এ ধরনের উদ্যোগ প্রযুক্তি কোম্পানিগুলোকে যশোরে কার্যক্রম সম্প্রসারণে উৎসাহিত করবে।
ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের, প্রফেসর ড. এম.এম.এ. হাসেম।
উল্লেখ্য, বিডিসেট প্রজেক্ট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে Job Fair & Seminar-2025 Gi “Changing Job Opportunities in the Age of AI and Robotics” শীর্ষক মেলায় যশোরসহ দেশের স্বনামধন্য ২৫টি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করে। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক এই আয়োজনে সহযোগিতা করছে। আয়োজিত এই মেলার মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে রয়েছে সিভি লেখা, প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা। বিডিসেট আয়োজিত মেলার পাশাপাশি ‘চেঞ্জিং জব অপারচুনিটিজ ইন দ্যা এজ অফ এআই এন্ড রোবোটিক্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিসেট প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান ।সেমিনারে স্বাগত বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের EEE, বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান খান।
অনুষ্ঠানে আরো অংশ নেন সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোরের উপ-পরিচালক মাহফুজুল কবির, চালডালের কো-ফাইন্ডার জিয়া আশরাফ, সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর ইনভেস্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজালাল।
