আসন্ন শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা এই ছুটি উপভোগ করতে পারবেন।
এ ছাড়া দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজও যাচ্ছে লম্বা ছুটিতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ওই ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় শিক্ষার্থীরা কার্যত দুদিন বাড়তি ছুটি উপভোগ করতে পারবে।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর দিন সরকারি সাধারণ ছুটি রয়েছে। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার ও শনিবার-দুই দিনের সাপ্তাহিক ছুটির ফলে চাকরিজীবীদের জন্য এই চার দিনের টানা ছুটি নিশ্চিত হয়েছে।
এর আগে, বিভিন্ন সময় দুর্গাপূজায় এক দিনের সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলেও এবার তা আগে থেকেই ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
স্কুল-কলেজে আরও বেশি ছুটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন ছুটি পাবে। তবে এর শুরুতে দুই দিনের সাপ্তাহিক ছুটি (২৬ ও ২৭ সেপ্টেম্বর) থাকায় টানা ১১ দিন বন্ধ থাকবে এসব বিদ্যালয়। ক্লাস শুরু হবে ৭ অক্টোবর।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১০ দিনের পূজার ছুটি পাবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১২ দিন ছুটি ভোগ করবে শিক্ষার্থীরা। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।
কারিগরি ও মাদ্রাসায় ভিন্ন চিত্র
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র দুদিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ ও ২ অক্টোবর এই ছুটি নির্ধারিত হয়েছে। মাদ্রাসাগুলোর জন্য দুর্গাপূজায় কোনো ছুটি রাখা হয়নি, ধর্মীয় কারণে এই ছুটির আওতায় তারা পড়ে না।