মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন মন্ত্রী।
মোজাম্মেল হক বলেন, ‘গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত আমরা এক হাজার ২২২ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছি। আগামী ২৬ মার্চ দেশব্যাপী পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’
তিনি বলেন, ‘মৌলবাদী গোষ্ঠীর শেকড় অনেক গভীরে, তাদের সহজে উপড়ে ফেলা যাবে না। তবে শেখ হাসিনার নেতৃত্বে এ মৌলবাদী শক্তিকে উপড়ে ফেলতে জাতি আজ ঐক্যবদ্ধ।’
তিনি বলেন, ‘আজকে মৌলবাদী গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ধর্মের নামে মিথ্যাচার করছে। স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে তাদের আষ্ফালন আমাদের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/e8so
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন