English

19 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
- Advertisement -

ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কমিটির স্মরণ

- Advertisements -

আজ ১৬ নভেম্বর রোববার বিশ্ব স্মরণ দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সন্ধ্যায় কেন্দ্রীয় অফিসের সামনে মোমবাতি প্রজ্বলন করে রোডক্রাশে নিহত বিশ্বের সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীকে মনে করিয়ে দেয় রোডক্রাশ বা সড়ক দুর্ঘটনার ভয়াবহতা।

আলোচনায় নিসচা কেন্দ্রীয় মহাসচিব এস এম আজাদ হোসেন বলেন,আজ আমরা এমন এক দিবস পালন করছি, যার প্রতিটি মুহূর্ত গভীর বেদনা, দায়বদ্ধতা ও মানবিকতার বহিঃপ্রকাশ। ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স শুধু একটি স্মরণদিবস নয়; এটি আমাদের বিবেককে নিয়মিত প্রশ্ন করার দিন-আমরা কি সত্যিই সড়কে একে অপরের নিরাপত্তার প্রতি যত্নশীল?

প্রতিটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন নিভিয়ে দেয় না; ভেঙে দেয় একটি পরিবার, থামিয়ে দেয় বহু স্বপ্নের পথচলা। আজ এখানে উপস্থিত,অনুপস্থিত অনেক পরিবার সেই ব্যথা বহন করে চলেছেন। আপনাদের প্রতি আজ আমাদের গভীর সম্মান,সহমর্মিতা ও ভালোবাসা রইল। আপনাদের শোকই আমাদেরকে সড়ক নিরাপত্তায় আরও কঠোর,আরও মানবিক হতে অনুপ্রাণিত করে।
তিনি বলেন,আজকের এই দিন আমাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ আহ্বান তুলে ধরে-

প্রথমত, স্মরণ। যারা আমাদের মাঝে নেই,তাদের স্মৃতি আমাদের চলার পথকে আলোকিত করুক।

দ্বিতীয়ত, প্রতিশ্রুতি। আর একটি প্রাণও যেন অযথা সড়কে ঝরে না যায়-এটাই আমাদের সম্মিলিত অঙ্গীকার।
তৃতীয়ত, পরিবর্তন। সড়ক নিরাপত্তা শুধু আইন বা অবকাঠামোর ব্যাপার নয়,এটি মানুষের আচরণ, দায়িত্ববোধ এবং মূল্যবোধের বিষয়।

আমাদের দেশ দ্রুত উন্নয়নের পথে হাঁটছে। রাস্তা তৈরি হচ্ছে, পরিবহন বাড়ছে, প্রযুক্তি এগোচ্ছে। কিন্তু নিরাপত্তা সংস্কৃতি তৈরি না হলে উন্নয়ন কখনোই টেকসই হবে না। স্কুল–কলেজ পর্যায়ে সচেতনতা, গণপরিবহনে প্রশিক্ষিত চালক, আধুনিক সড়ক ব্যবস্থাপনা, দুর্ঘটনা উত্তর দ্রুত সেবা-এসব মিলেই আমরা গড়ে তুলতে পারি নিরাপদ সড়ক।
এই স্মরণ সভায় দাঁড়িয়ে নিসচা এমন এক ভবিষ্যতের কথা কল্পনা করে যেখানে প্রতিটি চালক জানবেন, স্টিয়ারিং হাতে নেওয়া মানে একটি জীবন রক্ষার দায়িত্ব নেওয়া। যেখানে পথচারী, যাত্রী ও চালক সবাই একই লক্ষ্য নিয়ে চলবেন-নিরাপত্তা।

আজ আমরা যারা এখানে এসেছি, তারা প্রত্যেকে একটি পরিবর্তনের দূত। হয়তো আমরা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু নিজের আচরণ বদলাতে পারি। একটু ধীরগতি,একটু সতর্কতা,একটু নিয়ম-এগুলোই বাঁচাতে পারে অসংখ্য প্রাণ। আজকের এই স্মরণদিবস হোক আমাদের প্রতিজ্ঞার দিন। যারা হারিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতিশ্রুতি দিই- সড়ক যেন আর কারো জীবনের শেষ গন্তব্য না হয়, বরং নিরাপদ চলাচলের পথ হয়।

তিনি সবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান। আলোচনায় অংশ নেন-নিসচা ভাইস চেয়ারম্যান এড,বিল্লাল হোসেন,যুগ্ম-মহাসচিব এ কে আজাদ,অর্থ সম্পাদক আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, আইন বিষয়ক সম্পাদক এড,দীপক কুমার সরকার,যুব বিষয়ক সম্পাদক মো: ইমরান হোসেন কার্যকরী সদস্য নাসিম রুমি,মো:কামরুজ্জামান, সাধারণ সদস্য মো:শফিকুল ইসলাম প্রমুখ।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন- কার্যকরী সদস্য আরিফুল ইসলাম,সাধারণ সদস্য কল্পনা তালুকদার,সুইটি আক্তার,আল আমীন,সামির হোসেন আলীম,জামাল হোসেন,মাহাথির নাহিয়ান,আতিকুর রহমান প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x0ox
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন