English

14 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

দেশে ফিরলেন কাঞ্চনপুত্র জয়, বাবার জন্মদিনে অংশ নিলেন মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠানে

- Advertisements -

দীর্ঘ তিন বছর পর দেশে ফিরলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা, বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পুত্র নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। গতকাল বিকেল আনুমানিক ৫টায় তিনি বাংলাদেশে অবতরণ করেন। প্রিয় মানুষের দেশে ফেরাকে কেন্দ্র করে আবেগ, ভালোবাসা ও প্রত্যাশার এক মানবিক আবহ তৈরি হয় নিসচার অঙ্গনে।

আজ তিনি নিসচার প্রধান কার্যালয়ে উপস্থিত হন। সেখানে ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন এবং গরিব-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। বাবার জন্মদিনকে ঘিরে এই মানবিক আয়োজন নিসচা পরিবারের কাছে যেন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দায়িত্ব ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

জয়ের দেশে আগমন উপলক্ষে সকাল থেকেই নিসচার প্রধান কার্যালয়ে ভিড় জমাতে থাকেন নিসচা কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলা শাখার নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে তাঁকে স্বাগত জানান তারা। দীর্ঘদিন পর সংগঠনের অভিভাবক পরিবারের সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন অনেকেই।

সন্ধ্যায় মিলাদ ও খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মিরাজুল মইন জয়। তিনি বলেন, “আগের তুলনায় বাবার শারীরিক অবস্থা এখন ভালো। রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে টিউমার নিয়ন্ত্রণে রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে বড় একটি অংশ আগেই অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি একটি নির্দিষ্ট মেডিসিন কোর্সে আছেন। এই কোর্স শেষ হলে চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন। মানসিকভাবেও তিনি আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল, তবে এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”

সেই সাথে তিনি আরো বলেন, গতকাল বাবার জন্মদিন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর সারা দেশের বিভিন্ন শাখা এবং অগণিত ভক্ত–অনুরাগীরা যে ভালোবাসা ও মানবিকতায় দিনটি পালন করেছেন, তা তাদের পরিবারকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। দেশের নানা প্রান্তে এতিমদের খাবার বিতরণ, দোয়া মাহফিল, শীতবস্ত্র ও সহায়তা প্রদানসহ মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জন্মদিন উদযাপনের এই অনন্য উদ্যোগের জন্য তিনি নিসচা নেতৃবৃন্দ ও ভক্তসমাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে মিরাজুল মইন জয় দেশবাসীর কাছে তাঁর পিতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনায় আবারও দোয়া চান এবং বলেন, সবার দোয়া ও ভালোবাসাই এই কঠিন সময়ে তাঁদের পরিবারের সবচেয়ে বড় শক্তি।

দিনব্যাপী আজকের কেন্দ্রীয় কর্মসূচিতে নিসচা কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, যুগ্ম মহাসচিব গনি মিয়া বাবুল ও এ কে আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কায়ূম খান ও কামাল হোসেন খান, সমাজকল্যাণ সম্পাদক মোহসীন খান, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান রোকন, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য নাসীম রুমি, আক্তার হোসেন ও কামরুজ্জামান, পটিয়াদি শাখার সভাপতি মোয়াজ্জিম হোসেন; সাভার শাখার সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান; ঢাকা জেলা শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ নিসচার কেন্দ্র ও শাখা পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ দিনব্যাপী এই কেন্দ্রীয় কর্মসূচিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/61y9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন