নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস. এম. আজাদ হোসেন এবছরের স্মৃতি পদকপ্রাপ্ত শাখা ও সদস্যদের নাম ঘোষণা করেছেন।
প্রতিবছরের মতো এবারও নিসচার পক্ষ থেকে সারাদেশের বিভিন্ন শাখা ও নেতৃবৃন্দের সাংগঠনিক কার্যক্রম, মানবিক উদ্যোগ ও সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কাজের মূল্যায়নের ভিত্তিতে চারটি শাখা ও দুইজন ব্যক্তিকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রদান করা হবে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক ও সৈয়দ এহসান উল হক কামাল স্মৃতি পদক।
এবছর জাহানারা কাঞ্চন স্মৃতি পদক–এর জন্য মনোনীত শাখাগুলো হলো—
টঙ্গীবাড়ি উপজেলা শাখা
সাভার উপজেলা শাখা
পাইকগাছা উপজেলা শাখা
জয়পুরহাট জেলা শাখা
ব্যক্তিগত পর্যায়ে জাহানারা কাঞ্চন স্মৃতি পদকে ভূষিত হয়েছেন নিসচা চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সাফিক আহমেদ সজিব।
অন্যদিকে সৈয়দ এহসান উল হক কামাল স্মৃতি পদক পাচ্ছেন নিসচা রাজশাহী শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।
উল্লেখ্য, মনোনীত শাখা ও ব্যক্তিদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব স্মৃতি পদক তুলে দেবেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মিরাজুল মইন জয়।
