English

26.2 C
Dhaka
শনিবার, অক্টোবর ১১, ২০২৫
- Advertisement -

নিসচা কেন্দ্রীয় কমিটির ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত

- Advertisements -

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর ব্যস্ততম এলাকা কাকরাইল মোড়ে আয়োজন করা হয় ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম। এ কর্মসূচির আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি।

বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনসাধারণ সক্রিয়ভাবে অংশ নেন। পথচারী, যাত্রী, চালক ও মোটরসাইকেল আরোহীদের মাঝে ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত বক্তারা বলেন—“প্রতিটি দুর্ঘটনার পেছনে রয়েছে একটি না একটি অনিয়ম। যদি চালক, পথচারী ও যাত্রীরা সচেতন হন, তবে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।” তারা পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার, চালকদের গতিসীমা মেনে চলা এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তাদের মতে, আইন প্রয়োগ জরুরি হলেও, সচেতনতার মাধ্যমেই দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তোলা সম্ভব।

এ কর্মসূচিতে হাজারো লিফলেট বিতরণ করা হয়, যেখানে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা ও জীবন রক্ষার বিভিন্ন পরামর্শ উল্লেখ ছিলো। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এ সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির নেতারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমিয়ে আনা-ই তাদের মূল লক্ষ্য। এজন্য তারা চালক, শিক্ষার্থী, পথচারী ও সাধারণ জনগণকে একত্রিত করে সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চান।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কমিটি মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল ও কলেজ পর্যায়ে সেমিনার, মহাসড়কে ট্রাফিক ক্যাম্পেইন, সচেতনতামূলক পোস্টার ও ব্যানার টানানো, দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক র‌্যালি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা

কর্মসূচিতে নিসচা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সাধারণ মানুষ অংশ নেন। সবাই একমত পোষণ করেন যে দুর্ঘটনা কমাতে হলে আইন প্রয়োগের পাশাপাশি জনগণের মানসিকতা পরিবর্তন অত্যন্ত জরুরি।

ক্যাম্পেইনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, মহাসচিব এস এম আজাদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ কাইয়ুম খান, কার্যনির্বাহী সদস্য নাসিম রুমি, আসাদুর রহমান ও আব্দুর রাজ্জাক, সাধারণ সদস্য মান্নান ফিরোজ, আল আমীন, আনারুল হক ও মামুন কায়সার লিমন, নজরুল ইসলাম ফয়সাল, সাধারণ সদস্য মান্নান ফিরোজ, আল আমীন, মোয়াজ্জেম হোসেন ও মামুন কায়সার লিমন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9vcx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন