নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত হলো সচেতনতামূলক ক্যাম্পেইন। “’মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি
কমবে জীবন ও সম্পদের ক্ষতি’” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ক্যাম্পেইনের অংশ হিসেবে বাস মালিক, শ্রমিক, চালক ও যাত্রীদের সঙ্গে নিসচার প্রতিনিধিরা সরাসরি আলাপ ও মতবিনিময় করেন। আলোচনায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা, নিয়ম মানার গুরুত্ব এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে অংশগ্রহণমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সময় চালকদের মাঝে নিসচা লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়, যেখানে নিরাপদ ড্রাইভিংয়ের মূলনীতি, অতিরিক্ত গতি ও ওভারটেকিংয়ের ঝুঁকি, মোবাইল ফোন ব্যবহার ও ক্লান্ত অবস্থায় গাড়ি চালানোর বিপদ সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
নিসচার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, “নিরাপদ সড়ক প্রতিষ্ঠা শুধু পুলিশের বা সরকারের একার দায়িত্ব নয় — প্রত্যেক চালক, মালিক ও যাত্রীর সচেতন অংশগ্রহণই পারে দুর্ঘটনা কমাতে। সবার সহযোগিতায় গড়ে উঠবে নিরাপদ সড়ক সংস্কৃতি।”
এসময় উপস্থিত যাত্রী ও চালকরাও নিসচার এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এমন নিয়মিত ক্যাম্পেইন মাঠপর্যায়ে সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
কর্মসূচির শেষে সবার জন্য দোয়া করা হয়—নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা ও আগের মতো প্রাণবন্তভাবে মাঠে ফিরে আসার কামনায়।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লিটন এরশাদ, মহাসচিব এস এম আজাদ হোসেন, যুগ্ম মহাসচিব একে আজাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আসাদুর রহমান, কামরুজ্জামান ও সাধারণ সদস্য সাধারণ সদস্য মশিউর রহমান, আল আমিন, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।