আজ রাজধানীর ব্যস্ততম মৎস্য ভবন মোড়ে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অষ্টম দিনের মতো টানা কর্মসূচি পালিত হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ট্রাফিক আইন মানা, রাস্তার শৃঙ্খলা রক্ষা এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— লিটন এরশাদ, সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক এম কাইয়ুম খান, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোহসীন খান, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান ও সাধারণ সদস্য সাধারণ সদস্য নজরুল ইসলাম ফয়সাল, মোয়াজ্জেম হোসেন ও মামুন কায়সার লিমন, আবদুল আলীম, জামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু প্রশাসনের নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতনতা অপরিহার্য। দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আইন মানার অভ্যাস করতে হবে।”

কর্মসূচিতে পথচারী ও গাড়িচালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং নিরাপদ সড়ক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
