প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর রাজধানীজুড়ে লাখো মানুষ উল্লাস করছে। মিছিল নিয়ে বের হয়েছেন সর্বস্তরের জনতা।
মানুষের মিছিলে শ্লোগানে মুখর বাংলাদেশ স্বাধীন হয়েছে’। এদিকে, ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহবাগমুখী হয়েছে। সবার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, মুখে হাসি ও শ্লোগান দিয়ে যাচ্ছেন জনতা।
শাহবাগে ছাত্র-জনতার মিছিলে গিয়ে যোগ দেন নিরাপদ সড়ক চাই আন্দোলন এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সেখানে তাকে শিক্ষার্থীদের সাথে উল্লাস করতে দেখা যায়। দুঃশাসন থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করে এই প্রজম্নের শিক্ষার্থীদের সেলুট জানান সড়কের মহানায়ক ইলিয়াস কাঞ্চন।
এরআগে আজ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের ঘটনার পরপরই ফেষবুক লাইভে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, দেশবাসী, শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্বাধীনতার সাক্ষী ছিলাম, আজকে এই দুঃশাসন দূর করারও সাক্ষী হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছি।
প্রিয় দেশবাসী, দেশটি আমাদের। দেশের মানুষ আমাদের।দেশের সম্পদ আমাদের। আমাদের যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়ের মধ্যে আমাদের দেশকে গড়ে নিতে হবে। আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে।
পাকিস্তানি হানাদার বাহিনীরা যাওয়ার সময় কিন্তু আমাদের অনেক ধ্বংস করে দিয়েগেছিল। আমাদের রাস্তাঘাট স্থাপনা সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। এবং আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। এই দুঃসাসনে যারা ছিল তারাও আজকে দেশ ত্যাগ করেছেন।
আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেন কোন ভাবে আমাদের দেশের যে সম্পদগুলো আছে সেগুলো যেন কোনভাবে আর নষ্ট না হয়। কারো দ্বারা যেন কোন ক্ষতি না হয়। সেই দিকে আপনারা সকলেই কিন্তু লক্ষ্য রাখবেন। এবং এই বিজয় ধরে রাখতে হলে আমাদের সকলকে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে। দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আমি মনে করি যারা এই দুঃশাসন চালিয়েছিল যারা আমার সন্তানদেরকে হত্যা করেছিল তাদের বিচার অবশ্যই আমাদেরকে করতে হবে। আমরা আগামী দিনের অপেক্ষায় আছি….