নিরাপদ সড়ক বাস্তবায়নে আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আগামীকাল ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকায় আয়োজিত এই প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও শাখা সংগঠনের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা অংশগ্রহণ করবেন।
প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করবেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মিরাজুল মইন জয়। এছাড়া বিকাল ৪টায় সংগঠনের প্রতিষ্ঠাতা, বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন লন্ডন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
সম্মেলনটি অনুষ্ঠিত হবে বাগিচা রেস্টুরেন্ট, সেগুন বাগিচা (শিল্পকলা একাডেমীর পূর্ব-দক্ষিণ কর্ণারে), ঢাকায়।
এ উপলক্ষে গঠিত প্রতিনিধি সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট তৌফিক আহসান টিটু। কমিটির সদস্য সচিব আসাদুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন—ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, মহাসচিব এস এম আযাদ হোসেন এবং সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম ফাউন্ডেশন–এর সৌজন্যে এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নিসচার এই প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
