English

15 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা, বরেণ্য চিত্রনায়ক ও একুশে পদকপ্রাপ্ত মানবিক নেতা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ (২৪ ডিসেম্বর) রাজধানীতে নিসচার প্রধান কার্যালয়ে আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস. এম. আজাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহাসচিব এস. এম. আজাদ হোসেন বলেন, “ইলিয়াস কাঞ্চনের জন্মদিন মানেই কেক কাটা কিংবা আনুষ্ঠানিকতা নয়। তাঁর স্পষ্ট নির্দেশনা অনুযায়ী এই দিনটি আমরা সবসময় মানবিক কাজের মধ্য দিয়ে পালন করি। অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই হলো তাঁর দর্শন। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই মানবিক দর্শনেরই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন সফল চলচ্চিত্র অভিনেতাই নন, তিনি একজন সামাজিক আন্দোলনের রূপকার। তাঁর প্রতিষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি অনন্য দৃষ্টান্ত। জন্মদিনের এই মানবিক উদ্যোগ অন্যদেরও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।”

উদ্বোধনী বক্তব্যে ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন, “ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আমাদের কাছে একটি অনুপ্রেরণার দিন। তাঁর জীবনদর্শন আমাদের শেখায়—মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় উৎসব। নিসচা সেই আদর্শ বুকে ধারণ করেই আজ এই শীতবস্ত্র বিতরণ করছে।”

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ইলিয়াস কাঞ্চনের জন্মদিন নিসচা কেন্দ্রীয় কমিটিসহ দেশের বিভিন্ন জেলা ও থানা শাখায় শীতবস্ত্র বিতরণ, হুইলচেয়ার প্রদান, এতিমদের খাবার বিতরণ ও দোয়া মাহফিলসহ নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে উদযাপন করা হচ্ছে।

নিসচার নেতৃবৃন্দ বলেন, ইলিয়াস কাঞ্চনের জন্মদিন এখন আর কেবল একটি ব্যক্তিগত দিন নয়—এটি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উপলক্ষ ও সামাজিক আন্দোলনের প্রতীক।

নিসচার পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামীকাল এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ হোসেন এবছরের স্মৃতি পদকপ্রাপ্ত শাখা ও সদস্যদের নাম ঘোষণা করেন।

প্রতিবছরের মতো এবারও নিসচার পক্ষ থেকে সারাদেশের বিভিন্ন শাখা ও নেতৃবৃন্দের সাংগঠনিক কার্যক্রম, মানবিক উদ্যোগ ও সচেতনতামূলক কাজের মূল্যায়নের ভিত্তিতে ৪টি শাখা ও ২জন ব্যক্তিকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রদান করা হবে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক ও সৈয়দ এহসান উল হক কামাল স্মৃতি পদক।

এবছর জাহানারা কাঞ্চন স্মৃতি পদক–এর জন্য মনোনীত শাখাগুলো হলো—টঙ্গীবাড়ি উপজেলা শাখা, সাভার উপজেলা শাখা, পাইকগাছা উপজেলা শাখা, জয়পুরহাট জেলা শাখা।

এছাড়া ব্যক্তিগত পর্যায়ে জাহানারা কাঞ্চন স্মৃতি পদকে ভূষিত হয়েছেন নিসচার চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক সাফিক আহমেদ সজিব। এবং সৈয়দ এহসান উল হক কামাল স্মৃতি পদক পাচ্ছেন রাজশাহী শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।

উল্লেখ্য, মনোনীত শাখা ও ব্যক্তিদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব স্মৃতি পদক তুলে দেবেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মিরাজুল মইন জয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শেষে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা, বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন লায়ন গনি মিয়া বাবুল। মোনাজাতে ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও তাঁর মানবিক আন্দোলনের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক: আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক: কামাল হোসেন খান, সাধারণ সদস্য শফিকুল ইসলাম, হোসেন খান, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মহসীন খানসহ নিসচার অন্যান্য সদস্যবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lhj7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন