English

27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
- Advertisement -

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানালেন পুত্র জয়

- Advertisements -

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫: নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা ও বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন–এর অসুস্থতার খবর প্রকাশের এক মাস পর তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানালেন পুত্র মিরাজুল মইন জয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে “সড়ক দুর্ঘটনা নিরসনে রাজনৈতিক সদিচ্ছা জরুরি” শীর্ষক আলোচনা সভা ও কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)। অনুষ্ঠানে প্রধান আলোচনার পাশাপাশি উঠে আসে নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যের সর্বশেষ খবর।

উল্লেখ্য, গত ১ অক্টোবর নিসচার সংবাদ সম্মেলনে কাঞ্চনের অসুস্থতার খবর প্রথম প্রকাশ করেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়।

আজকের অনুষ্ঠানে জয় বলেন, “আব্বুর চিকিৎসা এখনো নিয়মিতভাবে চলছে। ডাক্তাররা জানিয়েছেন, তাঁকে যে থেরাপি দেওয়া হচ্ছে, সেটির ফল দিন দিন আরও ভালো হচ্ছে। অবশ্য থেরাপি নেওয়ার সময় রোগীর শরীর কিছুটা দুর্বল ও ক্লান্ত থাকে, আব্বুর ক্ষেত্রেও তাই হচ্ছে। তবে আগের দিনগুলোর তুলনায় এখন তিনি অনেকটাই সুস্থ। আমরা সবাই খুব আশাবাদী— এই চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়েই ইনশাআল্লাহ আব্বু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।”

তিনি আরও বলেন, “আব্বুর অসুস্থতার খবর প্রকাশের পর থেকে দেশ-বিদেশের অসংখ্য মানুষ যেভাবে দোয়া ও ভালোবাসায় আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই।”

নিসচা সূত্রে জানা গেছে, গত এক মাসব্যাপী নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সেমিনার, মানববন্ধন, র‌্যালি, ট্রাফিক সচেতনতা ক্যাম্পেইনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়েছে সংগঠনটি।

নিসচার নেতৃবৃন্দ জানান, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ নয়, রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয় প্রয়োজন। তাঁরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান— নিরাপদ সড়কের আন্দোলনকে দলমত নির্বিশেষে জাতীয় অঙ্গীকারে পরিণত করতে হবে।

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর অব্যাহত দোয়া প্রার্থনা করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pckp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন