জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে এক বৃহৎ সড়ক নিরাপত্তা ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শুরু হওয়া এই কর্মসূচিতে সাধারণ জনগণ, পথচারী, মোটরচালক, বাস ও ট্রাক চালকদের মাঝে লিফলেট বিতরণ, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান এবং দুর্ঘটনামুক্ত সড়ক গড়ার শপথ গ্রহণ করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস. এম. আজাদ হোসেন, সহ-সভাপতি লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, প্রকাশনা সম্পাদক আবদুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান ও শফিকুল ইসলাম, এবং কেন্দ্রীয় সদস্য আবদুল মান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন,“একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, তা একটি পরিবারকে আজীবনের দুঃখে নিমজ্জিত করে। তাই আইন মানুন, সচেতন হোন, নিরাপদ সড়ক গড়তে সবাই এগিয়ে আসুন।”
নিসচা নেতারা আরও জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে একযোগে সচেতনতা ক্যাম্পেইন চলছে।