English

26 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- Advertisement -

গাবতলী টার্মিনালে নিসচা কেন্দ্রীয় কমিটির সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

- Advertisements -

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজ রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, প্রকাশনা সম্পাদক আবদুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, কেন্দ্রীয় সদস্য মামুন কায়সার লিমন প্রমুখ।

কর্মসূচিতে সহযোগিতা করেন ইসমাইল হোসেনের নেতৃত্বে নিসচা সাভার উপজেলা শাখার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কমিটির সারাদেশব্যাপী মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এ আয়োজন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে চালক, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “নিরাপদ সড়ক এখন সময়ের দাবি। চালক, যাত্রী ও পথচারী—সবারই দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়,” “শুধু আইন প্রয়োগ নয়, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত করতে পারলেই পরিবর্তন আসবে।”

ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ তার বক্তব্যে বলেন, “জাতীয় নিরাপদ সড়ক দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত একটি অঙ্গীকার। আমরা চাই, প্রতিটি মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসুক।”

এ সময় বক্তারা মহাসড়কে দুর্ঘটনা রোধে সার্ভিস লেন ব্যবহারে সচেতনতা, অবৈধ পার্কিং বন্ধ, এবং চালকদের বিশ্রামের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে চালক, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে লিফলেট বিতরণ, নিরাপদ সড়ক বিষয়ে পরামর্শ এবং সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/17js
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন