আগামীকাল শনিবার সকাল নয়টায় নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মুন্সিগঞ্জে আসছেন। পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি এই শ্লোগানে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালায় অংশ নিতে তিনি এই সফরে আসছেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, উদ্ভোদক হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএমবার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ পৌরপিতা হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, বিআরটিএর সহকারী পরিচালক মোঃ রুহুল আমীন, উপজেলা নির্বাহী অফিসার মুন্সীগঞ্জ সদর হামিদুর রহমান, মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদুল্লাহ, নিসচা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল, লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, মুন্সীগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক মেয়র এ্যাড. মজিবুর রহমান, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান সোহেল প্রমূখ।
নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন জানান, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন নিসচা মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন, সভাপতিত্ব করবেন মোঃ তাজুল ইসলাম এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন।
তিনি আরো বলেন, শনিবারের অনুষ্ঠান সফল করার লক্ষে আজ আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করি। উক্ত প্রস্তুতি সভা ও কার্যক্রমে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন, সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহীম মিয়া, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান মিলন, যুব সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ মাওলাদ হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ হানিফ সর্দার, মফিজুল ইসলাম, মোঃ নাঈমুর রহমান নূর, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুস সালাম প্রমূখ।
চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালায় অংশ নিতে মুন্সিগঞ্জে আসছেন ইলিয়াস কাঞ্চন
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6gel
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন