English

25.8 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি গঠন

- Advertisements -

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। সড়ক দুর্ঘটনা নিরসনে সচেতনতা বৃদ্ধি ও করণীয় প্রতিপাদ্য আলোকে দিবসটি ঘিরে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হয় নানা কর্মসূচী। দিবসটি উদযাপন উপলক্ষে একটি উপদেষ্টা পরিষদ ও উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির ১৮তম মাসিক সভায় সর্বসম্মতিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব পদাধিকার বলে উপদেষ্টা পরিষদ ও উদযাপন কমিটির সদস্য হিসেবে থাকবেন।

উদযাপন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন, ১) লিটন এরশাদ ২) সাদেক হোসেন বাবুল ৩) এ্যাডভোকেট বেলাল হোসেন 8) মোঃ গনি মিয়া বাবুল ৫) আবদুর রহমান ৬) আসাদুর রহমান ৭) অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন।

উদযাপন কমিটির আহবায়ক করা হয়েছে নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জুনায়েদুর রহমান মাহফুজকে এবং সদস্য-সচিব মনোনীত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. তৌফিক আহসান টিটু। কমিটির তিনজন যুগ্ম-আহবায়ক হলেন যথাক্রমে জহিরুল ইসলাম মিশু, মোঃ কাইয়ুম খান, মোঃ মফিজুর রহমান খান বাবু।

উদযাপন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- বেলায়েত হোসেন খান নান্টু, ডাঃ হরিপদ রায়, এ কে আজাদ, মোঃ সাকিব হোসেন, মোঃ আনোয়ার হোসেন, কামাল হোসেন খান, এ কে এম ওবায়দুর রহমান, মোঃ আঃ রাজ্জাক, এ্যাড. দীপক কুমার সরকার, মোঃ মহসিন হোসেন খান, মোঃ ইমরান হোসেন, মোঃ জামাল হোসেন, এম, জামাল হোসেন মন্ডল, মোঃ আলাল উদ্দিন, মোঃ জাহিদুর রহমান, মোঃ আক্তার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আফজাল হোসেন।

উক্ত উপদেষ্টা পরিষদ ও আহবায়ক কমিটি জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ জাতীয় নিরাপদ সড়ক দিবস দেশব্যাপী পালনের জন্য যাবতীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস উযদাপনে এবারও থাকবে দেশব্যাপী নানা সচেতনমূলক কর্মসূচি,র‍্যালি, সমাবেশ, ক্যাম্পেইন, ট্রেনিংসহ ভিন্নমাত্রার নানামুখি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সারাদেশে এই দিবসটি পালিত হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ma7r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন