যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো আয়োজনে একুশে পদক প্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার (০৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় জ্যামাইকার জেসন পার্টি হলে নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাষ্ট্র শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের কথা বললে এক সময় আমাকে পাগল বলা হতো। এখন দেশের মানুষ বুঝে, মানুষের ভুলের কারনেই দুর্ঘটনা ঘটে। এসময় তিনি দূর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটর্নী মঈন চৌধুরী, ব্যবসায়ী নেতা শাহ নেওয়াজসহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
