English

26.6 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

যার যার এলাকার সড়ক দুর্ঘটনারোধ করার দায়িত্ব সে এলাকার মানুষেরই: ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে দাগনভূঞায় সুধী সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভা নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল এর পরিচলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সুধি সমাবেশে বক্তব্যকালে ইলিয়াস কাঞ্চন বলেন, যার যার এলাকার সড়ক দুর্ঘটনারোধ করার দায়িত্ব সে এলাকার মানুষেরই। নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন। সারাদেশে আমাদের ১২০টির ওপর শাখা রয়েছে। সারাদেশে শাখা গঠনের উদ্দেশ্য হলো যে এলাকায় যারা অবস্থান করছেন তাদেরকে সেই এলাকার দুর্ঘটনারোধে দায়িত্ব পালন করতে হবে। একজন মানুষের সারাদেশের দায়িত্ব পালন করা সম্ভব নয়। আমরা যদি নিজ নিজ এলাকায় নিজেদের দায়িত্ব পালন করি সঠিকভাবে তাহলে দুর্ঘটনার হার অনেকটা কমে আসবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব লিটন এরশাদ, দাগনভূঞা ওসি তদন্ত রাশেদুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম আজাদ হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন আর টিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দাগনভূঞা উপজেলা শাখার উপদেষ্টা মিজানুর রহমান হিরো প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক সমিতির প্রতিনিধি, ইমাম কমিটির প্রতিনিধি, সামাজিক সংগঠনের সভাপতি/সম্পাদক বাজার কল্যান সমিতির সাধারণ সম্পাদক, পরিবহন নেতা, শ্রমিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x9bq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন