English

29 C
Dhaka
বুধবার, অক্টোবর ২২, ২০২৫
- Advertisement -

২২ অক্টোবর দিনব্যাপী নিসচা কেন্দ্রীয় কমিটির কর্মসূচি

- Advertisements -

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই শ্লোগানকে সামনে রেখে নিসচা কেন্দ্রীয় অফিসসহ সারাদেশের শাখা-সংগঠনগুলো নানা কর্মসূচির আয়োজন করেছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শনী এবং স্কুল-কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা।


কেন্দ্রীয় কর্মসূচীর মধ্যে সকাল ৯ টায় নিসচা কেন্দ্রীয় কার্যালয় হতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাতিরঝিল সড়ক ভবনের গেইটে উপস্থিতি ও সরকারি র‍্যালীতে (Rally) অংশ গ্রহণ করে। এরপর র‍্যালী (Rally) শেষে সড়ক ভবন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের (মন্ত্রণালয় আয়োজিত) আলোচনা সভায় অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে সড়ক ভবন থেকে বনানী কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা ও মরহুমা জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত করা হয়। বনানী কবরস্থান থেকে কবর জিয়ারত শেষে কাকরাইল কেন্দ্রীয় অফিসে এসে বিকেল ৩.৩০ মিনিটে কেন্দ্রীয় কমিটি আয়োজিত (কেন্দ্রীয় অফিস থেকে প্রেসক্লাব) র‍্যালীর (Rally) আয়োজন করা হয়।

প্রেসক্লাবে ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সকল মতপক্ষের রাজনীতিবিদদের সদিচ্ছা জরুরি। এজন্য সরকারকে সকল রাজনৈতিক দলকে আস্থায় আনতে হবে এবং আমাদের জোর দাবী রাজনৈতিক দলগুলোও যেন তাঁদের আগামী নির্বাচনী ইশতিহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করে জাতির সামনে তুলে ধরে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যকর উদ্যোগ ছাড়া সড়ক দুর্ঘটনা নিরসন কনভাবেই সম্ভব নয়। সব শেষে তিনি বলেন, আমাদের প্রাণের স্পন্দন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। কিন্তু তাঁর বর্তমান অবস্থা নিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে, যা কাম্য হতে পারে না। আমরা অনুরোধ করব যারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন, দয়া করে থামুন।

দেশবাসীর প্রতি আহবান, মানবিক এই মহানায়কের জন্য দোয়া করুন। তিনি যেন সুস্থ হয়ে আবার সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে বিলিয়ে দিতে পারেন। র‍্যালী শেষে প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় অফিসে আগমন ও বাদ মাগরিব কেন্দ্রীয় অফিসে মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল সম্পন্ন করা হয়।


দিনব্যাপী এসকল কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন লিটন নিসচা ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন বাবুল, মহাসচিব এস এম আজাদ হোসেন, যুগ্ম-মহাসচিব মোঃ গনি মিয়া বাবুল, যুগ্ম-মহাসচিব এ কে আজাদ, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, কার্যনির্বাহী সদস্য নাসিম রুমি, আব্দুর রাজ্জাক, আসাদুর রহমান, মোঃ ইমরান হোসেন, জামাল হোসেন মণ্ডল, আরিফুল ইসলাম , শফিকুল ইসলাম জামাল হোসেন, আক্তার হোসেন এবং সাধারণ সদস্য আবদুল মান্নান, রাজু আহমেদ , এম এ ইউসুফ , শাহ আলম সাবু, হৃদয় হোসেন, মাসুদ রানা, রাজিব, জামান মিয়াসহ আরও অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gvyd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন