English

27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
- Advertisement -

৯ জন নিবেদিতপ্রাণ নেতাকে “রোড ফাইটার” উপাধিতে ভূষিত করলো নিসচা

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে। তাঁর নেতৃত্বে সারাদেশের শাখাসমূহে সক্রিয়ভাবে কাজ করে যাওয়া নেতৃবৃন্দ নিজেদের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে স্ব স্ব অবস্থানে বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়েছেন।

সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনসহ সর্বস্তরে গ্রহণযোগ্যতা অর্জন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন অবদান রাখার স্বীকৃতিস্বরূপ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি প্রথমবারের মতো ৯ জন নিবেদিতপ্রাণ নেতাকে “সড়ক যোদ্ধা (রোড ফাইটার)” উপাধিতে ভূষিত করেছে।

এই স্বীকৃতি নিসচার ইতিহাসে এক অনন্য সংযোজন, যা ভবিষ্যতে সড়ক নিরাপত্তা আন্দোলনে আরও প্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ এর কর্মসূচির সমাপনী ও আলোচনা সভা, যার শিরোনাম ছিল— “সড়ক দুর্ঘটনা নিরসনে রাজনৈতিক সদিচ্ছা জরুরি।” উক্ত অনুষ্ঠানে সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৯ জন সড়ক যোদ্ধাকে (Road Fighter) পুরস্কার ঘোষণা করে নিসচা কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, আনুষ্ঠানিকভাবে এই ৯ জনের নাম ঘোষণা করেন।

সম্মানিত ৯ জন ‘সড়ক যোদ্ধা’ হলেন: জনাব এম নাহিদ মিয়া – ধামরাই উপজেলা শাখা, জনাব তাহমিদ ইশাদ রিপন – বড়লেখা উপজেলা শাখা, জনাব খান মহিদুল ইসলাম – ডুমুরিয়া উপজেলা শাখা, এডভোকেট তৌফিক আহসান টিটু – রাজশাহী জেলা শাখা, জনাব মোঃ আলাল উদ্দিন – ভৈরব উপজেলা শাখা, জনাব এম জামাল হোসেন মন্ডল – টংগিবাড়ী উপজেলা শাখা, জনাব শফিক আহমেদ সাজীব – চট্টগ্রাম মহানগর শাখা, জনাব রকিকুল ইসলাম সোহাগ – বগুড়া জেলা শাখা, জনাব ইসমাইল হোসেন – সাভার উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা প্রতিষ্ঠাতা সদস্য জনাব লিটন এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আইয়ুব ভূঁইয়া, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও জনাব এম খালিদ মাহমুদ, প্রোগ্রাম ম্যানেজার, রোড সেইফটি, ব্রাক। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব এডভোকেট তৌফিক আহসান টিটু।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচা সদস্য জনাব মান্নান ফিরোজ। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা’র মহাসচিব জনাব এস এম আজাদ হোসেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান যথাক্রমে সাদেক হোসেন বাবুল, এডভোকেট বিল্লাল হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ গনি মিয়া বাবুল, একে আজাদ, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ কাইয়ুম খান ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মফিজুর রহমান খান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, আইন বিষয়ক সম্পাদক এড. দীপক কুমার সরকার, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নাসিম রুমি, আসাদুর রহমান, আব্দুর রাজ্জাক, নুরুল হুদা, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ কামরুজ্জামান প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ijes
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন